Barak ValleyAssamNorth-East

ভারতখ্যাত সঙ্গীতশিল্পীর অদিতি মুন্সির আসর মাতানো অনুষ্ঠানে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস করিমগঞ্জে

নিজস্ব প্রতিবেদন, করিমগঞ্জ : ভক্তিমূলক সঙ্গীতে মাতিয়ে গেলেন বিখ্যাত সঙ্গীতে শিল্পী অদিতি মুন্সি৷ করিমগঞ্জের স্টিমার ঘাট রোডের শ্রীশ্রী ভৈরব মন্দিরের উদ্বোধন উপলক্ষে ৪ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার রাতে ছিল অদিতি মুন্সির সঙ্গীত পরিবেশন৷

ভারত-বাংলা সীমান্তবর্তী স্টিমার ঘাট রোডে অস্থায়ী মঞ্চ তৈরী করে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়৷ অদিতি মুন্সিকে সামনে থেকে দেখার জন্য ও তাঁর গান শোনার জন্য বিকেল থেকেই আসন জুড়ে বসে থাকতে দেখা যায় মানুষকে৷ ২টি বড় বড় LED screen লাগানো হয়৷ কয়েক লাখ সঙ্গীতপ্রেমী অনুষ্ঠান উপভোগ করেন৷

শুরুতে মন্দির কমিটির তরফে শিল্পী ও সহযোগীদের বরণ করা হয়৷ শিল্পী অদিতি মুন্সি প্রায় ২ ঘন্টা আসর মাতিয়ে রাখেন৷ শেষদিকে ধামাইলের গানের তালে দর্শকদেরও নাচতে দেখা যায়‌৷ বসার আসনের সমস্যা ছাড়া গোটা অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়৷

Show More

Related Articles

Back to top button