AssamNorth-East

ভারত হিন্দু রাষ্ট্রই, হিমন্ত হিন্দু শের : ধীরেন্দ্র শাস্ত্রী

গুয়াহাটি : ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর সংকল্প ঘোষণা করে হঠাৎ করে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছেন যিনি, মধ্যপ্রদেশের সেই ‘বাগেশ্বর বাবা’ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বুধবার কামাখ্যা ধামে এলেন৷ কামাখ্যা মায়ের চরণে পুজো দিয়ে সনাতনী সংস্কৃতিকে জাগ্রত করার কথাও ফের বলেছেন তিনি৷ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মতে, ‘ভারত হিন্দু রাষ্ট্রই, শুধু ঘোষণা বাকি রয়েছে৷ সকলে চাইলে সেটাও হয়ে যাবে৷’

কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন বাগেশ্বর বাবা৷ কামাখ্যার পুণ্যভূমিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে তিনি আখ্যা দিয়েছেন ‘হিন্দু শের’৷ কারও মনে সংশয় হলে আমি এর প্রমাণ দিতে পারি৷

তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক দিন ধরেই তাঁকে অসমে আসার কথা বলেছিলেন৷ তাছাড়া রামসেতুতে অন্যতম ভূমিকা থাকা মণীষ মিশ্রও তাঁকে কামাখ্যা ধাম দর্শনের জন্য বারবার অনুরোধ জানিয়েছেন৷ তাঁদের অনুরোধে সাড়া দিয়েই তিনি কামাখ্যায় এসেছেন৷ শীঘ্রই মুখ্যমন্ত্রীও যাবেন মধ্যপ্রদেশের বাগেশ্বর বালাজি দর্শনে৷’

Show More

Related Articles

Back to top button