Barak ValleyEducation

মাধ্যমিকের মেধা তালিকায় ৯ম করিমগঞ্জের সুকন্যা হতে চায় চিকিৎসক

করিমগঞ্জ : পরীক্ষার ৫২ দিনের মাথায় সোমবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে৷ এবারের মেধা তালিকায় প্রথম দশে করিমগঞ্জের এক কৃতী ছাত্রী৷ মেধা তালিকায় ৯ম স্থান নিয়েছে রোল্যান্ডস মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রী সুকন্যা দাস৷ মোট ৬০০-তে প্রাপ্ত নং ৫৮৬৷ প্রতিটি বিভাগে লেটার মার্কস সহ ২টি বিষয়ে ডিষ্টিংশন নিয়ে সর্বোচ্চ প্রাপ্ত নং ঐচ্ছিক গণিতে ১০০৷

সুকন্যার বাবা করিমগঞ্জের চার্চ রোডের বাসিন্দা শংকর দাস পূর্ত বিভাগের কর্মচারী ও দিপীকা দাস গৃহিণী৷ সোমবার মেধা তালিকা নাম আসতেই উচ্ছসিত স্কুল সহ গোটা করিমগঞ্জ জেলা৷ প্রতিবেশী, সহপাঠী সহ বিভিন্ন সংস্থা থেকে এসে ফুলের তোড়া সহ মিষ্টিমুখ করিয়ে নানা উপহার দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন৷

Karimganj
Watch || Sukanya Das from Karimganj, who secured 9th rank in the Assam metric exam, shares her success story.

সন্তানের সাফল্যে স্বাভাবিকভাবেই আত্মহারা মা-বাবা৷ বাবা শংকর দাস বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে মেয়ে এই সাফল্য পেয়েছে৷ মা-বাবার স্বপ্নকে সফল করতে চিকিৎসক হতে চায় সুকন্যা৷ পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা সহ গল্প বই পাঠে ঝোঁক রয়েছে তার৷ মা-বাবার পাশাপাশি সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় সাফল্য এসেছে বলে জানায়৷ ফার্স্ট ডিভিশন পাবে নিশ্চিত ছিল৷ মেধা তালিকায় স্থান পেয়ে আরও ভালো লাগছে উল্লেখ করে সে৷

ছাত্রীর সাফল্যে খুশি সমস্ত শিক্ষকেরা৷ বলেন, আশা ছিল সুকন্যা এমন সাফল্য অর্জন করবে৷ আর এই আশা সম্পূর্ণ হয়েছে৷ তার জন্যে স্কুলের সকলে আনন্দে উৎফুল্লিত৷

Show More

Related Articles

Back to top button