Barak ValleyEducation

মাধ্যমিকে ঊৰ্ধগামী করিমগঞ্জের ফলাফল, মেধা তালিকায় নবম সুকন্যা দাস

করিমগঞ্জ, ২২ মে : মাধ্যমিকে গতবারের চেয়ে এবার কিছুটা হলেও উৰ্ধ্বগামী করিমগঞ্জের ফলাফল। তবে এবারও সরকারি স্কুলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে বেসরকারি স্কুলগুলি। এছাড়া বরাবরের মতো এবারও দাপট দেখিয়েছে মেয়েরাই। মেধা তালিকায় নবম স্থান দখল করে জেলার নাম রেখেছে করিমগঞ্জ শহরের রোল্যান্ডস মেমোরিয়াল স্কুলের সুকন্যা দাস।

গতবার কেবল ৪৭.২০ শতাংশ নিয়ে করিমগঞ্জ খুশি থাকলেও এবার ফলাফল দাঁড়িয়েছে ৬৯.৯২ শতাংশে। অন্যান্যবারের মতো এ বছরও মাধ্যমিকে জেলায় ভালো ফল করেছে বেসরকারি স্কুলের পড়ুয়ারা। তবে কয়েকটি সরকারি স্কুলে সন্তোষজনক ফল রয়েছে। করিমগঞ্জে এ বছর মাধ্যমিকে বসেছিল মোট ১৫,১০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০,৫৬০ জন। প্রথম বিভাগে ২,৯৮৫ জন, দ্বিতীয় বিভাগে ৫,০০০ জন এবং তৃতীয় বিভাগে পাশ করেছে মোট ২,৫৭৫ জন ছাত্রছাত্রী। জেলা সদরের বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের পাশের হার ১০০ শতাংশ।

Show More

Related Articles

Back to top button