Barak Valley

রাতাবাড়িতে দু’টি পাকা সড়কের শিলান্যাস বিধায়ক বিজয়ের

রাতাবাড়ি : রাজ্যের মধ্যে ১নং সংরক্ষিত আসন হিসাবে রাতাবাড়ি থাকলেও যাবতীয় উন্নয়ন কর্মকান্ড ছিল পিছিয়ে৷ এখন গোটা বরাক উপত্যকার চেয়ে এগিয়ে রয়েছে রাতাবাড়ি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সুনজরে রয়েছে রাতাবাড়ি৷ আজ রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণনগর উন্নয়ন খন্ডের অধীনে ২টি রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানে এবাবেই নিজের বক্তব্য পেশ করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷

তিনি বলেন, রাতাবাড়ির রাস্তাঘাটের অবস্থা সকলের জানা আছে৷ রাতাবাড়ি থেকে জেলা সদরে পাড়ি দিতে ৬/৭ ঘন্টা সময় লাগত৷ এখন ১ ঘন্টার মধ্যেই সম্ভব হয়৷ আর এটাই হচ্ছে পরিবর্তন৷ আজ যে কোন মন্ত্রী করিমগঞ্জে এলে রাতাবাড়িতে ছুটে আসেন৷ এটাই হচ্ছে পরিবর্তন৷

ওইদিন মুখ্যমন্ত্রীর পথ পকিকরণ নির্মাণ প্রকল্পের অধীনে নেতাজিনগর-PWD রোড-মানিক নগর-গান্ধীনগর-পাখিছড়া রোড৷ গড়েরবন্দ নেতাজিনগর PMGSY রোড-কুমারীগুল রোডের শিলান্যাস ও কাজের শুভারম্ভ করেন৷

Show More

Related Articles

Back to top button