Barak Valley

রাধারমণ গোস্বামীর স্মরণ উৎসবে ভক্তের ঢল শালগঙ্গায়

উধারবন্দ, ৭মে : সহস্রাধিক ভক্ত সমাগমের মাধ্যমে শালগঙ্গায় শ্রীশ্রী রাধারমণ গোস্বামীর স্মরণ উৎসব সম্পন্ন হল৷ শালগঙ্গা ও উধারবন্দ রাধারমণ সেবক সংঘের ব্যবস্থাপনায় শালগঙ্গা হাসপাতাল রোডে হেমলতা সরণীর মাঠে অনুষ্ঠিত হয় স্মরণ উৎসব৷ শনিবার বিকেলে দু’দিনব্যাপী উৎসবের সূচনা হয় জলভরা, ধামাইল ও উপাসনার মাধ্যমে৷

রবিবার ১০৮তম স্মরণ উৎসব উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয় মঙ্গলারতি, গুরুপূজা৷ পরে করিমগঞ্জের বারইগ্রাম রাধারমন আশ্রম থেকে আসা মহারাজ প্রাণকৃষ্ণ গোস্বামী গুরুগীতা পাঠ ও রাধারমণের লীলা সংকীর্তণ করেন৷ লীলা সংকীর্তণে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ দুপুরে ভোগ আরতির পর মহাপ্রসাদ বিতরণ করা হয়৷

রাধারমণ সেবক সংঘের সভাপতি দেবব্রত দেব সংবাদ মাধ্যমকে জানান, উধারবন্দ ও শালগঙ্গার শিষ্যদের যৌথ উদ্যোগে প্রথমবার এই উৎসব আয়োজিত হয়েছে৷ তবে বিশেষ ভূমিকা নেন রাধারমণ সেবক সংঘের কাছাড়ের প্রচার সচিব কার্তিক পাল৷ বারইগ্রাম থেকে এসেছেন প্রাণকৃষ্ণ গোস্বামী৷ দু’হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান৷

আরেক কর্মকর্তা স্বস্ত্যয়ন দেব বলেন, আজ মহারাজ প্রাণকৃষ্ণ গোস্বামী ৩২ জনকে দীক্ষা দান করেন৷ আগামীতে আরও হবে৷ শিলচর সহ উধারবন্দের বিভিন্ন স্থানের সব বয়সের লোকের সমাগম ঘটেছে বলেও জানান স্বস্ত্যয়ন দেব৷ সন্ধ্যায় লীলা, কীর্তন, উপাসনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দু’দিনের উৎসবের সমাপ্তি ঘটে৷

Show More

Related Articles

Back to top button