Barak Valley

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রতিবাদে NSUI-র সত্যাগ্রহ

করিমগঞ্জ : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ এনে এবং নিয়ম বহির্ভূত ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার প্রতিবাদে মঙ্গলবার ইন্দিরা ভবনের সামনে ২ ঘন্টা মৌন সত্যাগ্রহ পালন করে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI. গণতন্ত্র হত্যার প্রতিবাদে NSUI-র আন্দোলন চলছে চলবে, বিরোধী দলের কন্ঠরোধ করার সরকারি ষড়যন্ত্র রোধ করার বিরুদ্ধে ছাত্র সংগঠন লড়ছে-লড়বে৷ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে বিরোধী শক্তি রোধ করা যাবে না ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সত্যাগ্রহে বসেন NSUI-র সদস্যরা৷

মৌন সত্যাগ্রহ শেষে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে NSUI-র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভজিত চক্রবর্তী বলেন, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের গণতন্ত্র বিপন্ন হওয়ার পথে৷

কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সরকারি এজেন্সি গুলিকে ব্যবহার করছে৷ ED, CBI, আয়কর বিভাগকে ব্যবহার করছে সরকার৷

শাসক দল প্রতিশোধমূলক রাজনীতি করছে৷ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে শাসকদল যেভাবে বিরোধী কন্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করছে এটা রাজনীতির জন্য শুভ ইঙ্গিত নয়৷ ED, CBI দিয়ে বিরোধীদের স্তব্ধ করার কৌশল অবলম্বন করে সঠিক কাজ করেনি সরকার৷

NSUI-র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গোটা বিষয়ের উপর বিস্তারে আলোকপাত করেন৷ বলেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদন জানানোর ব্যবস্থা রয়েছে৷ শুভজিৎ চক্রবর্তী বলেন, রাহুল গান্ধীকে রাজনৈতিক ভাবে হত্যা করার ষড়যন্ত্র বিরোধীরা সফল হতে দেবে না৷

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রতিবাদে বিরোধীরা ঐক্যবদ্ধ৷ সমগ্র দেশ রাহুল গান্ধীর পক্ষে দাঁড়িয়েছে৷ NSUI শাসকদলের প্রতিশোধমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানান তিনি৷

Show More

Related Articles

Back to top button