Others

শহরের মঙ্গলে আলপনা

প্রীতম ভট্টাচার্য: গ্রামীন আলপনায় রাজপথ সাজিয়ে শহর পরিষ্কার রাখার বার্তা কৃষ্ণনগর চারুকলার শিল্পীদের। শহর পরিষ্কার রাখুন, শহর নোংরা করবেন না। প্লাষ্টিক বর্জন করুন, প্লাষ্টিক ফেলে শহর নোংরা করবেন না, জমা জল জমতে দেবেন না, জল অপচয় বন্ধ করুন, এই সব বার্তা দিতে শহরের রাস্তায় আলপনা।

১৫ এপ্রিল বিশ্বশিল্পকলা দিবস ও নববর্ষ বরণে কৃষ্ণনগর চারুকলার এই অভিনব উদ্যোগ শহরের মঙ্গলে আলপনা। প্রায় পঁচিশ জন শিল্পী ও শহরবাসীর উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিসের মোড় নান্দনিক গ্রামীন আলপনায় সেজে ওঠে।শিল্পী দীপক বিশ্বাসের উদ্যোগে ও চারুকলার শিল্পীদের হাতে প্রান পায় এই আলপনা।

দীপক বাবু বলেন, শহরের মানুষ কে সচেতন করতেই আলপনার মাধ্যমে কৃষ্ণনগর চারুকলার অভিনব উদ্যোগ। নববর্ষ যাপনে মেতে উঠেছিলেন শহরের নারী পুরুষ সকলেই।

Show More

Related Articles

Back to top button