Barak ValleyAssamNorth-East

স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া সচেতনতা অভিযান করিমগঞ্জে

করিমগঞ্জ : স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া শাখার উদ্যোগে ও ব্যবস্থা এনজিও-র সহযোগিতায় মঙ্গলবার শহরে ২১ নং ওয়ার্ডে ITBN প্রকল্পের অধীনে শিববাড়ি রোডের ২৬৮ নং আব্দুল মজিদ এলপি স্কুলে ম্যালেরিয়া সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ ম্যালেরিয়া কর্মী সহ আশা কর্মীরাও এই শিবিরে অংশ নেন৷

ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা পেতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা জরুরি, সে ব্যাপারে উপস্থিত নাগরিকদের অবগত করেন স্বাস্থ্য কর্মীরা৷ এদিন বিভাগের তরফে শহরের ২৫০ লোককে ঔষুধি মশারি দেওয়া হয়৷ জলে কীটনাশক মিশিয়ে মশারি ধুয়ে দেওয়া হয়৷ ম্যালেরিয়া কর্মী বীরব্রত আচার্য ও গীতা রায়ের তত্ত্বাবধানে এদিন আশা কর্মীরা মশারিগুলো ওষুধ মিশ্রিত জলে ধুয়ে দেন৷

ব্যবস্থা এনজিও-র সভাপতি পার্থপ্রতিম নাথ, সম্পাদক দেবতোষ দাসগুপ্ত সহ অন্য সদস্যরা এদিনের কর্মসূচিতে সহযোগিতা করেন৷ বীরব্রত জানান, তাঁদের এনজিও-র সহযোগিতায় শহরের আরও কয়েকটি স্থানে ধোয়া মশারি বিতরণ করবে স্বাস্থ্য বিভাগ৷

Show More

Related Articles

Back to top button