Updates

হাইলাকান্দি-মিজোরাম সীমান্তের ৩ জিপিতে অর্থনৈতিক সবলীকরণ শিবির সোমবার

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার ধলাই-মলাই জিপি কার্যালয়, সাহাবাদ জিপি কার্যালয় ও রাঙ্গারবাক জিপি কার্যালয়ে ৩ এপ্রিল অর্থাৎ সোমবার ৩টি অর্থনৈতিক সাবলীকরণ শিবির অনুষ্ঠিত হবে৷ এতে জনগণকে বিভিন্ন বিভিন্ন বিভাগীয় সরকারি প্রকল্পগুলোর আওতায় আনতে একাউন্ট খুলে দেওয়া হবে৷

হাইলাকান্দি জেলার কেন্দ্রীয় সরকারের Department of Financial Service-র উদ্যোগে যে অর্থনৈতিক সাবলীকরণ শিবির আয়োজন চলছে তার অঙ্গ হিসাবে সোমবারের এই ৩টি শিবিরের আয়োজন করা হয়েছে৷ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই শিবিরে জনগণকে বিভিন্ন অর্থনৈতিক সাবলীকরণ যোজনার আওতায় আনার প্রচেষ্টা চালানো হবে৷

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চাকাঙ্খী জেলা হিসাবে হাইলাকান্দি জেলায় এ ধরনের অর্থনৈতিক সাবলীকরণ যোজনা কার্যকর করা হচ্ছে৷ এতে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার আওতায় জনগণকে আনা হচ্ছে৷

উল্লেখ্য, উচ্চাকাঙ্খী জেলা হিসাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ২০২০ সালে Department of Financial Service-র উদ্যোগে দেশের ৪০টি জেলায় এ ধরনের কর্মসূচি চলছে৷ ২০২১ সালে ১১২টি জেলায় এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়৷ ২০২৩ সালে হাইলাকান্দিতে অনুরূপ অর্থনৈতিক সবলীকরণ যোজনা চালু করা হয়েছে৷

আগামী ৬ মাস জেলা জুড়ে এই কার্যসূচি চলবে৷ জেলা প্রশাসন থেকে সোমবারের এই ৩টি শিবিরে সংশ্লিষ্ট জিপির জনগণকে সুযোগ দেবার আবেদন জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button