Barak Valley

হাসপাতালে মৃত্যু করিমগঞ্জের রাধাপ্যারী বাজা‌রে বাইক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের

পাথারকান্দি, ১১ মে : হাসপাতালে মৃত্যুবরণ করেছেন করিমগঞ্জের রাধাপ্যারী বাজা‌রে বাইক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক হ‌রেন্দ্র বৈদ্য।

আজ বৃহস্প‌তিবার দুপু‌রে পাথারকা‌ন্দি থে‌কে নি‌জের মোটর বাইকে চে‌পে বা‌ড়ি ফেরার প‌থে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়েছিলেন বাজা‌রিছড়া থানাধীন সলগই বাজার এলাকার বাসিন্দা হ‌রেন্দ্র বৈদ্য। স্কু‌লের কাজ ‌শেষ‌ ক‌রে কোনও কা‌জে চ‌লে যান পাথারকা‌ন্দি‌তে। প‌রে তি‌নি ফের বাইকে নিজের বা‌ড়ি ফেরার প‌থে দুর্ঘটনা‌টি ঘ‌টে।

তাঁর বাইক‌ যখন ৮ নম্বর জা‌তীয় সড়ক ধ‌রে রাধাপ্যা্রী বাজার অতিক্রম কর‌ছিল, ঠিক তখন বিপ‌রীত থেকে আগত এক‌টি ছোট গাড়ি তাঁর বাইকে ধাক্কা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। ফলে তাঁর বাইক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বাম পা‌শের ড্রেন-লা‌গোয়া এক‌টি বিদ্যুত্‍ পরিবাহী খুঁটির সা‌থে স‌জো‌রে ধাক্কা মারে। এতে সড়‌কের পা‌শে ছিট‌কে প‌ড়ে হেল‌মেট ভে‌ঙে মাথা ফে‌টে কান দি‌য়ে রক্ত ঝর‌তে শুরু ক‌রে তাঁর। হাতও ভেঙেছে, স‌ঙ্গে বু‌কে প্রচণ্ড আঘাত পান।

স্থানীয়রা এগি‌য়ে গি‌য়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ক‌রে প্রথ‌মে বাজা‌রিছড়ার মাকুন্দা হাস‌পাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে ত‌ড়িঘ‌ড়ি শিলচরের বেসরকা‌রি জীবন‌জ্যো‌তি হাসপাতালে নিয়ে ভ‌রতি করা হয়। সেখা‌নে চি‌কিত্‍সক‌দের সকল প্রচেষ্টা‌কে ব্যর্থ ক‌রে আজ সন্ধ্যারা‌তে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন শিক্ষক হ‌রেন্দ্র বৈদ্য।

এদিকে ঘটনার পর স্থানীয় পু‌লিশ তদ‌ন্তে নে‌মে দুর্ঘটনাগ্রস্থ বাইক‌টি নি‌জে‌দের হেফাজ‌তে নি‌য়ে এ ঘটনায় জ‌ড়িত ঘাতক গা‌ড়ি‌টি‌কে ধর‌তে সব‌দি‌কে জাল বিছিয়েছে বলে খবর পাওয়া গে‌ছে। প্রয়াত শিক্ষক হ‌রেন্দ্র বৈদ্যের মৃত‌দেহ আগামীকাল শুক্রবার ময়না তদ‌ন্তের প‌র প‌রিবারর্গের হা‌তে সম‌ঝে দেওয়া হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

প্রসঙ্গত, নিহত শিক্ষক হ‌রেন্দ্র বৈদ্যের স্ত্রী, দুই কন্যা, এক ছে‌লে সহ আত্মীয়স্বজন র‌য়ে‌ছেন। তাঁর অকালমৃত্যুতে গ‌ভীর শোক ও শোকাহত প‌রিবারব‌র্গের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল, গোলাপচাঁদ কানু, বিশ্ব‌জিত্‍ চক্রবর্তী, কি‌শোর চৌধুরী, শ্যাম আকুড়া, রথীন্দ্র বর্ধন, ম‌ণিরাজ কু‌র্মি, হৃ‌ষি‌কেশ নন্দি, অমিতাভ দে, গ‌ণেশ বৈদ্য, কান্তাপ্রসাদ যাদব, মঙ্গলপ্রসাদ কৈরি, রামচন্দ্র গোয়ালা সহ বৃহত্তর পাথারকা‌ন্দি কর্মরত সাংবা‌দিক সংস্থার কর্মীরা।

উল্লেখ্যে, প্রয়াত স্কুল শিক্ষক হ‌রেন্দ্র বৈদ্য শিক্ষকতার পাশাপা‌শি জীবন বিমা ও অন্য ব্যবসার সা‌থে যুক্ত ছি‌লেন। তাছাড়া স্থানীয় জনগ‌ণের কা‌ছে তি‌নি প‌রিশ্রমী, প‌রোপকা‌রী ও সত্‍ ব্য‌ক্তি হিসে‌বে প‌রি‌চিত ছি‌লেন। তাঁর মৃত্যুতে শ‌নিবার সলগই বাজার এলাকার প্রতি‌টি ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্ধদিব‌সের জন্য বন্ধ রাখা হ‌বে।

Show More

Related Articles

Back to top button