Barak Valley

হিংসায় জর্জরিত মণিপুর থেকে কাতারে কাতারে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসছেন লক্ষীপুরে, খোঁজ নিলেন DC, SP

শিলচর, ৫ মে : হিংসায় জর্জরিত মণিপুর থেকে কাতারে কাতারে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসছেন অসমের কাছাড় জেলার লক্ষীপুরে৷ এখন পর্যন্ত ১১০০+ মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে৷ কাছাড় জেলার সাধারণ জনতা ও পুলিশ প্রশাসন শরনার্থীদের দেখাশুনা করছেন৷

এদিকে, গতকাল বৃহস্পতিবারই অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মণিপুর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য আগত সংঘর্ষপীড়িত মানুষকে সর্বোচ্চ অতিথেয়তা দেওয়া হবে বলে জানিয়েছিলেন৷

আন্দোলনকারীদের আক্রমণের শিকার সাধারণ মানুষ তাঁদের প্রাণ রক্ষার জন্য বৃহস্পতিবার মধ্য রাতে মণিপুর থেকে পালিয়ে এসে কাছাড় জেলার লক্ষীপুরে কয়েকটি গির্জা ও স্কুলে আশ্রয় নিয়েছেন৷

শুক্রবার কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ ও পুলিশ সুপার নুমাল মাহাতো সেনাবাহিনী, আসাম রাইফেলস, CRPF ও আসাম পুলিশ সঙ্গে নিয়ে ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করে শরনার্থীদের খোঁজ খবর নেন৷

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, মণিপুরি শরণার্থীদের যাতে কোন অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিচ্ছে কাছাড় জেলার সাধারণ পুলিশ ও প্রশাসন৷ তাদের নিরাপত্তা দিতে সব শিবিরে মোতায়েন করা হবে৷ এছাড়া লক্ষীপুরের স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট আতিথেয়তা দিচ্ছেন, জানান রোহন কুমার ঝাঁ ও নুমাল মাহাতো৷

Show More

Related Articles

Back to top button