NSUI-র দাবি মেনে আজ ও কাল পরীক্ষা বাতিল
করিমগঞ্জ : অবশেষে ছাত্র সংগঠন NSUI-র দাবি মেনে আগামী ২০ ও ২১ তারিখের TDC ও FYUG পরীক্ষা বাতিল করেছে আবি৷ এই দুই তারিখের TDC পরীক্ষা আগামী ২৯ ও ২ জুলাই নেওয়া হবে৷ আর FYUG পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ জুলাই৷
গত ক’দিন থেকে TDC ও FYUG পরীক্ষা অনুষ্ঠিত হয়ে চলেছে৷ তবে বন্যার জন্য অনেক পরীক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারছে না৷ এনিয়ে সরব ছিল NSUI. Karimganj College-র VP সুস্মিত দেব, জয়প্রকাশ দাস সহ অন্যরা এনিয়ে গত ক’দিন থেকেই সরব ছিলেন৷ এমনকি গতদিন তারা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করতেও উদ্যত হন৷ কিন্তু জেলাশাসকের কাছ থেকে সময় না পেয়ে তারা ADC ধ্রুবজ্যোতি পাঠকের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ভারী বন্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে ব্যর্থ হচ্ছে৷ ফলে পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা৷ পাঠক সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন৷ অবশেষে তাদের দাবি মেনে আগামী বৃহস্পতি ও শুক্রবারের পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানিয়েছেন সুস্মিত দেব৷ তবে ২২ তারিখ থেকে যথারীতি পরীক্ষা চলবে বলেও জানান সুস্মিত৷