AssamEducationNorth-East

SEBA বাতিল করল ১৩ মার্চের(HSLC) মাধ্যমিকের সাধারণ বিজ্ঞান পরিক্ষা

নিউজ ডেস্ক, গুয়াহাটি : মাধ্যমিক শিক্ষা বোর্ড অসম (Board of Secondary Education, Assam) ১৩ মার্চ, ২০২৩ অর্থাত্‍ সোমবার সাধারণ বিজ্ঞান (General Science) (C3) এর HSLC পরীক্ষা বাতিল করেছে।

কিছু পরীক্ষার্থীর হাতে হাতে লেখা মডেলের প্রশ্নপত্র পাওয়া গেছে বলে কিছু সংবাদ প্রতিবেদনের পর পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

যা সোশ্যাল মিডিয়াতে(Social Media)ও ছড়িয়ে পড়েছে।

কিভাবে ঘটনাটি ঘটল? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অসমের মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি নির্দেশিকায় জানানো হয়েছে, জেনারেল সায়েন্স সাবজেক্টের পরীক্ষাটি কবে হবে? পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে। নির্দেশটি রবিবার রাতের দিকে আসায় পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, SEBA প্রার্থীদের ধৈর্য ধরে থাকার এবং আপডেট তথ্যের জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রশ্নপত্রটি বাস্তবে পরীক্ষার্থীদের হাতে চলে গেছে কিনা সে সম্পর্কে পর্ষদের তরফে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

Show More

Related Articles

Back to top button