SSA মিরেজ ফিল্মস-এর তিনটি ব্যতিক্রমী চলচ্চিত্রে আলোড়ন

হাইলাকান্দি, আসাম: ২০২৫ সালে আঞ্চলিক চলচ্চিত্রের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এসএসএসএ মিরেজ ফিল্মস। সংস্থাটি তিনটি ভিন্ন স্বাদের ও ভাবনাধর্মী চলচ্চিত্র উপহার দিতে চলেছে দর্শকদের, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।প্রথম ছবিটি নিউ ডেস্টিনি—একটি নিঃশব্দ অথচ গভীর আবেগময় চলচ্চিত্র, যা প্রযোজনা ও পরিচালনা করেছেন স্বপ্নদীপ সেন।
এই ছবি কোন সংলাপ ছাড়াই কেবলমাত্র দৃশ্যপটের মাধ্যমে গল্প বলে। সৃষ্টি ফাউন্ডেশন, এডি মান্ডি এবং সিজিসি এডুকেশন-এর সহায়তায় নির্মিত এই ছবির চিত্রগ্রহণ করেছেন সন্দীপ এবং সম্পাদনা করেছেন অমিতাভ শর্মা। আশা, মনোবল ও রূপান্তরের বার্তাকে ঘিরে গড়ে ওঠা এই চলচ্চিত্র ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। মুক্তি পেতে চলেছে ২৩শে মে, ২০২৫।দ্বিতীয় চলচ্চিত্রটি টি, কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট—একটি তথ্যচিত্র, যা পরিচালনা করেছেন প্রখ্যাত অধ্যাপক ডঃ পার্থ সরকার এবং প্রযোজনা করেছেন স্বপ্নদীপ সেন।
দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত এই তথ্যচিত্রে আসামের ঐতিহ্যবাহী চা শিল্প, সংস্কৃতির পরিচয় এবং আর্থসামাজিক উন্নয়নের মধ্যে আন্তঃসম্পর্ককে নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে।তৃতীয় ও অন্যতম আকর্ষণীয় প্রজেক্টটি হল বরাক উপত্যকার প্রথম খাদ্যভিত্তিক তথ্যচিত্র সিঙ্গারা, যেটি শীঘ্রই ইউটিউবে মুক্তি পেতে চলেছে। স্বপ্নদীপ সেনের প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে জনপ্রিয় স্ট্রিট ফুড ‘সিঙ্গারা’-র পেছনের ইতিহাস, প্রস্তুতির প্রক্রিয়া এবং তার সাংস্কৃতিক তাৎপর্যকে অন্বেষণ করা হয়েছে।
সৃষ্টি ফাউন্ডেশন-এর পৃষ্ঠপোষকতায় এবং এডি মান্ডি-এর সহায়তায় নির্মিত এই তথ্যচিত্র ইতোমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে।এসএসএসএ মিরেজ ফিল্মস-এর এই তিনটি উদ্যোগ নিঃশব্দ সংগ্রাম, আঞ্চলিক সংস্কৃতি এবং খাদ্যনস্টালজিয়ার এক অসাধারণ মিশ্রণ। প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করল—গল্প বলার কোন নির্দিষ্ট ভাষা নেই, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পই আসল।
