Barak Valley
অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা ৩ সেপ্টেম্বর
করিমগঞ্জ : অসম প্রদেশ ক্রীড়া ভারতীর উদ্যোগে আগামী ৩ রা সেপ্টেম্বর, রবিবার অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, ৩ রা সেপ্টেম্বর, রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে নির্ধারিত লিংক www.kreedabharatikgp.org মাধ্যমে এতে যোগদান করা যাবে। এই ক্রীড়া জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণকারীদের ন্যূনতম বয়স ১২ বছর। এতে ১ জনকে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, ২ জনকে দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, ৬ জনকে তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা এবং ১১ জনকে চতুর্থ পুরস্কার ১১ হাজার টাকা করে প্রদান করা হবে। এই ক্রীড়া জ্ঞান পরীক্ষায় করিমগঞ্জ জেলার কিশোর কিশোরীদের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা ক্রীড়া আধিকারিক আহ্বান জানিয়েছেন।