Updates
অনিবার্য কারণে খেল মহারণ স্থগিত করিমগঞ্জে
করিমগঞ্জ : আগামী ৮-১০ জানুয়ারি করিমগঞ্জে অনুষ্ঠেয় জেলা পর্যায়ের খেল মহারণ প্রতিযোগিতা অনিবার্য কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে৷ পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে করিমগঞ্জের জেলা আধিকারিক এক পত্রযোগে জানিয়েছেন৷