Barak Valley

অপরাধী শনাক্ত করতে করিমগঞ্জ শহরজুড়ে বসছে সিসি ক্যামেরা

করিমগঞ্জ : অপরাধ নিয়ন্ত্রণ করতে করিমগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ প্রশাসন৷ শহরের মেন রোড, শিববাড়ি রোড, সুভাষনগর, করিমগঞ্জ কলেজ, পেট্রোল পাম্প পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা৷ কোনও ধরনের অপরাধ করে কেউ পালিয়ে গেলে গতিবিধি ক্যামেরায় ধরা পড়বে৷ ক্যামেরা জুম করে বের করা যাবে ছবি৷

প্রসঙ্গত, অনেক পুলিশ সুপার করিমগঞ্জে এসেছেন৷ কাজ করেছেন, আবার বদলি হয়ে অন্যত্র চলে গেছেন৷ কিন্তু বর্তমান পুলিশ সুপার পার্থসারথি দাস অপরাধ নিয়ন্ত্রণে ব্যতিক্রমী কিছু করার উদ্যোগ নিয়েছেন৷ কারণ, করিমগঞ্জেই তিনি পদোন্নতি পেয়েছেন৷ অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অবস্থায় পদোন্নতি লাভ করেন পার্থসারথি৷

পার্থসারথি বলেন, জেলা সদরে ইতিমধ্যে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে৷ ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় ব্যাগ ছিনতাই হয়েছে৷ রাস্তায় মহিলার গলা থেকে হার ছিড়ে নেওয়ার ঘটনাও সংঘটিত হয়েছে৷ এছাড়া বাড়িতে লোকজন না থাকার সুযোগ কাজে লাগিয়ে অসংখ্য বাড়িঘরে হাত সাফাই করেছে চোর৷ অপরাধ সংঘটিত করার পর অপরাধীরা মূলত রাস্তা দিয়েই যাতায়াত করে৷ তাই তাদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব সিসি ক্যামেরার মাধ্যমে৷ বিশেষ করে ব্যাংকের আশপাশ এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলে তাদেরও চিহ্নিত করা যাবে৷

পুলিশ সুপার বলেন, আপাতত ২৫টি ক্যামেরা শহরের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে৷ বর্তমানে সেগুলো শহরের মূল পথে লাগানো হচ্ছে৷ পরবর্তীতে ক্লোজ সার্কিট ক্যামেরা গলিতেও লাগানো হবে৷ এ বিষয়ে জেলার কয়েকজন বিধায়করা সঙ্গে আলোচনা করেছেন৷ বিধায়করা সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷

তিনি আরও বলেন, বর্তমানে অপরাধীরাও নিত্যনতুন কৌশল অবলম্বন করেছে৷ যেমন দোকানের দরজা না ভেঙে চালের ওপর দিয়ে অনায়াসে ভেতরে প্রবেশ করে সামগ্রী লোপাট করে নিয়ে নিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে৷ ফলে তাদের গতিবিধি সহ আরও অনেক বিষয়ে দৃষ্টি রাখা সম্ভব সিসি ক্যামেরার মাধ্যমে৷ এছাড়া পুলিশ কর্মীরা বিভিন্ন পয়েন্টে কতটা কর্তব্য পালন করছেন তাও নিরীক্ষণ করা যাবে৷ ক্যামেরাগুলো পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে৷ ক্লোজ সার্কিট ক্যামেরায় ছবি দেখার জন্য ২৪x৭ একজন লোক থাকবে৷ কোনও ধরনের সন্দেহজনক গতিবিধি নজরে পড়লেই সদর থানার রেপিড একশন টিমকে জানাবে৷ পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশ সুপার৷

Show More

Related Articles

Back to top button