অভিনব কায়দায় চুরি করিমগঞ্জে! চাঞ্চল্য
করিমগঞ্জ : দরজা ভেঙে নয়, চাল দিয়ে ঢুকল চোর৷ হাতিয়ে নিল টাকা সহ মূল্যবান সামগ্রী৷ পুলিশ যখন রাস্তায় ঘোরাফেরা করে তখন চোর চাল কেটে দোকানে প্রবেশ করে৷ যদিও শহরে এই পন্থা নতুন নয়৷ তারপরও একই রাতে দু’টি দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷ বৃহস্পতিবার শহরের শিলচর রোড এলাকার দেব ট্রেডার্স এবং এসডি হার্ডওয়ারে হাত সাফাই করে চোর৷ দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরায় এক চোরের গতিবিধি সম্পূর্ণ বন্দি হয়৷ তার পরনে ছিল নীল রঙের সোয়েটার, মুখ বাঁধা এবং হাতে ছিল টর্চ৷ দোকানের cash box ভেঙে সমস্ত সামগ্রী লণ্ডভণ্ড করার দৃশ্য বন্দি হয় সিসি ক্যামেরায়৷ অন্য দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলেও চোরের ঢোকা ও বেরিয়ে যাওয়ার কোনও দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি৷
উল্লেখ্য, শহরের শ্রীনগর কলোনি এলাকায় দু’দিন আগেই সোনার অলংকার সহ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় চোরের দল৷ সেই ঘটনায় পুলিশ সফলতা লাভ করার আগেই একই রাতে দু’টি দোকানে চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে নড়েবড়ে করে দিয়েছে৷ এদিকে, শিলচর রোডের দু’টি দোকানে চুরির পর পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত চোরের কোনও হদিশ পায়নি৷