অমৃত বৃক্ষ আন্দোলনে হাইলাকান্দিতে ৫ লক্ষ চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা
জনসংযোগ, হাইলাকান্দি, ৩০ জুলাই : হাইলাকান্দি জেলায় চলতি বছর অমৃতবৃক্ষ আন্দোলনে পাঁচ লক্ষ্য গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।। গ্রামীণ জীবিকা মিশনের অধীন এস এইচ জির সদস্যরা ৫৬ হাজার চারাগাছ রোপন করবেন। পাশাপাশি জেলার প্রতিটি চা বাগানে দুই হাজার করে গাছের চারা লাগানো হবে। কৃষি বিভাগের কার্যালয় গুলি এবং পুলিশ বিভাগের ভবনগুলিতেও “এক পেড মাকে নাম”নামক কর্মসূচির অধীনে গাছের চারা লাগানো চলবে। মুখ্যমন্ত্রীর বিশেষ এই কর্মসূচি সফল করতে প্রতিটি বিভাগের আধিকারিকদের সাহায্য কামনা করা হয়েছে।
এদিকে নির্ধারিত পোর্টালে সরকারি বিভাগগুলির রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই কর্মসূচিতে মায়ের সঙ্গে চারাগাছ রোপন করে পো্র্টেলে আপলোড করা হবে। আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই চারাগাছ রোপন করা হবে। জেলার ডিভিশন্যাল ফরেস্ট অফিসার অখিল দত্ত এই কর্মসূচি সফল করে তুলতে সব বিভাগীয় আধিকারিকদের সহযোগিতা কামনা করেছেন।