অমৃত বৃক্ষ : রবিবার রেজিস্ট্রিকৃত সবাইকে গাছের চারা রোপণের আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি : রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচির জন্য ইতিমধ্যে নির্ধারিত ওয়েব বা অ্যাপ-এর মাধ্যমে রেজিস্ট্রিকৃত সবাইকে আগামীকাল রবিবার গাছের চারা রোপণের জন্য আবেদন জানানো হয়েছে। গাছের চারা রোপণের ফটো অর্থাত্ সেলফি নির্ধারিত ওয়েব এবং অ্যাপ-এর মাধ্যমে আপলোড করার মেয়াদ ২০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ফটো অর্থাত্ নির্ধারিত ওয়েব এবং অ্যাপ-এর মাধ্যমে সেলফি ১৭ সেপ্টেম্বর বিকাল চারটার মধ্যে তুলে রাখতে হবে।
হাইলাকান্দি জেলায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ লক্ষ ২৮ হাজার চারটি গাছের চারা বণ্টন করা হয়েছে। এজন্য জেলায় নির্ধারিত অ্যাপ-এর মাধ্যমে ৮৫ হাজার ৭৬৮ জন ব্যক্তি নির্ধারিত অ্যাপ-এ রেজিস্ট্রেশন করেছেন। রাজ্যে এক দিনে এক কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি অমৃতবৃক্ষ আন্দোলনে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯-টা থেকে বিকাল ৪-টার মধ্যে সম্পন্ন হবে।
এদিকে যাঁরা ১১ সেপ্টেম্বরের পর নির্ধারিত অ্যাপ রেজিস্ট্রেশন করেছেন, তাঁদেরকে নিকটবর্তী জিপি অফিস অথবা পুরসভা কার্যালয় থেকে চারা গাছ সংগ্রহ করতে প্রশাসন থেকে জানানো হয়েছে। এছাড়া নিকটবর্তী বন বিভাগের কার্যালয় থেকেও চারা গাছ সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে। এজন্য বন বিভাগের কার্যালয়গুলির ফোন নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে।
এগুলি যথাক্রমে মাটিজুরিতে ৮৬৩৮৬১৫২২৮, কাটলিছড়ায় ৮৪৭৩৮৯১৯০২, ঘাড়মুড়ায় ৭০৬০৪৬৬৯৭৫, পলারপারে পাঁচগ্রাম রেঞ্জে ৯৪০১২২৯১৬৭, হাইলাকান্দি সদর বিটের জন্য ৭০০২০২৫৫১৫ এবং লালা সদর বিটের জন্য ৯৫০৮২২৬৩০০।
জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে সবাইকে নির্দিষ্ট সময়ে সেলফি তুলে নির্দিষ্ট সময়ে আপলোড করতে বলা হয়েছে।