অযোধ্যায় রওয়ানা হলেন সেবাইত ঋতুবিজয়, শোভাযাত্রায় সংবর্ধনা

নিলামবাজার : ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমন্ত্রণ পেয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন নিলামবাজার এলাকার স্বনামধন্য বিদ্যানগর গ্রামের গিরিধারীলাল জিউর আশ্রমের সেবাইত ঋতুবিজয় ব্রহ্মচারী৷ বুধবার এ উপলক্ষে ঋতুবিজয় ব্রহ্মচারীকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে এগিয়ে দেন এলাকাবাসী৷ সর্বপ্রথম বিদ্যানগর গ্রাম থেকে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় নিলামবাজার কালীবাড়ি সাধন আশ্রমে৷ সেখানে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে৷
পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির পক্ষ থেকেও সংবর্ধনা দিয়ে যাত্রা শুভ হওয়ার জন্য প্রার্থনা করা হয়৷ সংবর্ধনা দেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির পক্ষ থেকে উপসভাপতি দীপঙ্কর দাস, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, অফিস সম্পাদক জন্মজিৎ দাস, সম্পাদক জ্যোতিষ্ক পোদ্দার, কোষাধ্যক্ষ পূর্ণিমা নাগ, সোশ্যাল মিডিয়া কনভেনার জয়দীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য হিমু রায়, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি রাজু পাল ও উপ-সভাপতি মানসকান্তি দাস প্রমুখ৷
পরবর্তীতে আশ্রমে থেকে শোভাযাত্রার মাধ্যমে এগিয়ে দেওয়া হয় ঋতুবিজয় ব্রহ্মচারীকে৷ এ উপলক্ষে বিজেপি নেত্রী শিপ্রা গুণ বলেন, বিষয়টি নিলামবাজারবাসী জনগণের জন্য গৌরবের বিষয়৷ এ রকম একটি মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে যোগদান করা সত্যিই গৌরবের বিষয়৷