Barak Valley

অসংক্রামক রোগ প্রতিরোধে সেরা বাস্তবায়নকারী হিসেবে পুরস্কৃত করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ

করিমগঞ্জ : করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ অসংক্রামক রোগের সেরা বাস্তবায়নকারী জেলা হিসেবে পুরস্কৃত হল৷ শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত ‘স্বাস্থ্য মন্থন’ অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন বা NHM-র Mission Director ডা. এম এস লক্ষীপ্রিয়া করিমগঞ্জের স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. রাজীব বরুয়া, NHM-র DPM হানিফ মহম্মদ কৌশর আলম ও NHM-র DME সুমন চৌধুরীকে রাজ্য স্তরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে পুরষ্কার প্রদান করেন৷

মূলত অসংক্রামক রোগ ক্যানসার, ডায়বেটিস, কার্ডিওভাসকুলার ডিজিজ এবং স্ট্রোক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ২০১০ সালে জাতীয় কর্মসূচি (NPCDCL) চালু করা হয়েছিল৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে — পরিকাঠামো শক্তিশালীকরণ, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য প্রচার, প্রাথমিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা৷

কর্মসূচি জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে৷ এতে এল প্রকাশ সিংহ হলেন জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর, যিনি এই কর্মসূচি দেখাশোনা করেন৷

Show More

Related Articles

Back to top button