অসমের প্রতিভা প্রোৎসাহন যোজনা ২০২৪-২৫ এর অধীনে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান
জনসংযোগ, করিমগঞ্জ : রাজভবন, অসম দুটি সম্মানিত সংস্থার সঙ্গে আংশিদারিত্বে একটি মর্যাদাপূর্ণ বৃত্তি প্রকল্পের জন্য অসমের অনুপ্রাণিত সিভিল সার্ভিসের প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করেছে। এই আবেদনের লক্ষ্য যোগ্য প্রার্থীদের আর্থিক সহায়তা এবং উচ্চমানের প্রশিক্ষন প্রদান করা যাতে তাঁরা তাঁদের অসামরিক কর্মচারী হওয়ার সাধনায় দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। অংশিদারী সংস্থা গুলো হল পবন চিন্তন ধারা আশ্রম এবং আর্য প্রতিভা বিকাশ সংস্থান। এতে পবন চিন্তন ধারা আশ্রমের থেকে ৫০০ জন প্রত্যাশী প্রার্থীদের অনলাইন প্রশিক্ষন এবং ১০ জন প্রত্যাশী প্রার্থীদের ডাইরেক্ট মোড কোচিং (দিল্লী এন সি আর ) দেওয়া হবে। তাছাড়া আর্য প্রতিভা বিকাশ সংস্থার পক্ষে ও রাজভবন অসমের পৃষ্ঠপোষকতায় ২ জন প্রত্যাশী প্রার্থীদের ডাইরেক্ট মোড কোচিং ( দিল্লি এন সি আর ) দেওয়া হবে।
প্রার্থীদের অল আসাম ট্যালেন্ট সার্চ পরীক্ষা এবং তারপর গ্ৰুপ কাউন্সেলিং এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে। এতে রাজভবন, অসম এবং অংশিদারী সংস্থার বিবেচনার ভিত্তিতে বৃত্তির সংখ্যা পরিবর্তিত হতে পারে। দ্বাদশ শ্রেণী ও স্নাতক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ৫০০০ প্রার্থীর স্ক্রিনিং টেস্ট ২০২৪ এর ২০ অক্টোবর গুয়াহাটি, যোরহাট, শিলচর ও বঙাইগাঁওয়ে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি গ্ৰুপ কাউন্সেলিং এবং ব্যক্তিগত সাক্ষাৎকার কেবল গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। অনলাইন যোগে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর। লিখিত পরীক্ষা হবে ২০ অক্টোবর এবং লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনা হবে ২৭ অক্টোবর।
তাছাড়া গ্ৰুপ কাউন্সেলিং হবে ১০ নভেম্বর, ব্যক্তিগত সাক্ষাৎকার হবে ১১ নভেম্বর এবং এর চূড়ান্ত ফলাফল ঘোষনা হবে ১৮ নভেম্বর। আবেদনপত্র সম্পূর্ণ নথি সহ ৬ অক্টোবর বিকাল ৫ টার মধ্যে https://gappy.assam.gov.in এই লিংকের মাধ্যমে অনলাইন যোগে জমা দিতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল এবং চূড়ান্ত ঘোষনা অফিসিয়াল ওয়েবসাইট এ উপলব্ধ হবে। এতে তালিকাভুক্ত প্রার্থীদের নিবন্ধিত ই – মেইল আইডিতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। অ্যাডমিট কার্ডের কোনো হার্ডকপি দেওয়া হবে না। প্রার্থীদের তাঁদের ই -মেইল আইডি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্টআউট কপি সংগ্রহ করতে হবে। ইচ্ছুক শিক্ষার্থী যে কোনো ধরনের অনুসন্ধানের জন্য pratibhaprotsahanyojona@gmail.com এ মেইল করতে পারবেন।