অসমের সুসন্তান সত্য ব্রত মুখার্জি কে পদ্ম বিভূষণ( মরণোত্তর)
শিলচর, পিএনসি : ১০ মে অসমের সুসন্তান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্য ব্রত মুখার্জি কে পদ্ম ভূষণ ( মরনোত্তর ভাবে )প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অসমের একসময়ের মন্ত্রী বৈদ্যনাথ মুখার্জি র পুত্র সত্যব্রত অবিভক্ত অসমের সিলেট শহরে ১৯৩২ সালের ৮মে জন্ম গ্রহণ করেন । তাঁর স্কুল জীবন কাটে সিলেটের রাজা জিসি হাইস্কুল এবং শিলং এর সেণ্ড এডমাণ্ড স্কুলে। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পর লন্ডন চলে যান।তিনি একজন সফল ব্যারিষ্টার ছিলেন। সত্য ব্রত বাবু দরিদ্র মানুষের সেবায় বিশেষ ভাবে কাজ করেছেন। তিনি তাঁর পিত্রালয় নদীয়া জেলার জামালপুরে শিক্ষার প্রসারে যথেষ্ট কাজ করেন ! নদীয়ার কৃষ্ণ নগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ত্রয়োদশ লোকসভা নির্বাচনে বিজয়ী হন এবং কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর দায়িত্ব দায়িত্ব পান।২০২০ সালে তিনি প্রয়াত হন।