Barak Valley

অসম-মণিপুর সীমান্ত জিরিবাম থেকে বারইগ্রাম রাধারমণ আশ্রমে ৭০ জনের তীর্থভ্রমণ

পাঞ্চজন্য রায়, বারইগ্রাম, ২৫ সেপ্টেম্বর : বারইগ্রাম রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে গুরু ভাই-বোনেরা গুরুধাম দর্শন করতে ‘গুরুধাম তীর্থভ্রমণ যাত্রা’ শুরু করেছেন৷ রবিবার এই ‘গুরুধাম তীর্থভ্রমণ যাত্রা’ শুরু হয় জিরিবাম থেকে৷ এ দিন জিরিবাম থেকে ৭০ জনের ভক্তদের দল গুরুভূমি বারইগ্রাম রাধারমণ আশ্রম ভ্রমণে আসেন৷ এ দিন তারা আশ্রমে দীক্ষা নেওয়ার পাশাপাশি প্রতিটি মন্দির দর্শন করে প্রসাদ গ্রহণ করেন৷ পরে সন্ধ্যায় গোপাল মন্দিরে নাম কীর্তন ও প্রভুর মন্দিরে উপাসনায় অংশ নেন৷

এ প্রসঙ্গে আশ্রমের ভক্ত রাজু রায় বলেন, দীক্ষা নেওয়ার পর প্রভুর এই পূর্ণ ভূমিতে আসতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করছেন৷ আরেক ভক্ত সানি রায় বলেন, আমরা জানি বিশ্বের সব তীর্থ ভ্রমণের পরও নিজের গুরুধামে ভ্রমণ না করলে পূর্ণ লাভ হয় না৷ তবে সব তীর্থ ভ্রমণের চেয়ে বড় হচ্ছে গুরুধাম৷ তাই প্রতিটি স্থানের রাধারমণ মন্ডলী এ ভাবে নিজ নিজ এলাকার গুরু ভাইবোনদের নিয়ে এককভাবে প্রভুর নাম প্রচার করতে গুরুধামে এসে অনেক তৃপ্তি লাভ করেন৷ ভক্ত দিলীপ সাহা বলেন, এ ভাবে একসঙ্গে তীর্থ ভ্রমণের প্রয়োজনীয়তা রয়েছে৷ তিনি বলেন, শুধু গুরুধামের মন্দির দর্শন নয়, ময়না পাখির মুখে গুরু নাম শ্রবণ, রাধাকুন্ডে মৎস অবতার দর্শন সবাইকে প্রীতি লাভ করিয়েছে৷

এদিকে, বারইগ্রাম রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটি কয়েক মাস থেকে প্রভুর প্রতিটি মন্দির ও সমিতির সঙ্গে সাক্ষাৎ করে ‘সম্পর্ক অভিযান যাত্রা’ শুরু করেছে৷

Show More

Related Articles

Back to top button