অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় দাপট করিমগঞ্জের সৌম্যজিতের
করিমগঞ্জ : করিমগঞ্জের সৌম্যজিত মজুমদার দাপট দেখিয়েছে অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায়৷ ১২-১৮ বছর ক্যাটাগরিতে সেরা ৩ জনের মধ্যে স্থান পেয়েছে সৌম্যজিত৷ সাংস্কৃতিক সঞ্চালকালয় থেকে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে সৌম্যজিতের৷ এই মুহূর্তে মাসি সুস্মিতা দাসের সঙ্গে গুয়াহাটিতে রয়েছে সে৷ বৃহস্পতিবার শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে অন্যান্যদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে তাকে পুরষ্কার তুলে দেওয়া হবে৷ ফলাফলে অত্যন্ত আনন্দিত করিমগঞ্জ সায়েন্স কলেজের ৯ম শ্রেণির ছাত্র সৌম্যজিত৷ গানের জগতে সৌম্যজিত (সৌম্য)র গুরু বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রত খাজাঞ্চী৷ মাসি সুস্মিতা দাসের কাছ থেকেও সঙ্গীত শিখেছে সে৷ সেই হিসেবে সঙ্গীতের হাতেখরি মাসির কাছে৷ বাড়ি শহরের বনমালি রোডে৷ বাবার নাম সঞ্জয় মজুমদার এবং মায়ের নাম তুলসী দাস মজুমদার৷ ৪ বছর বয়স থেকেই সঙ্গীত চর্চা করছে সৌম্যজিত৷