অসম সাহিত্য সভার স্থায়ী মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিলচর পিএনসি ২৭ জুন – বুধবার শিলচরের অসম সাহিত্য সভা চত্বরে একটি স্থায়ী মঞ্চের ভিত্তি স্থাপন করা হয়েছে।
প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকভাবে এই প্রকাশ্য মঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের শিলচরস্থ মহা প্রবন্ধক বিপুল গোহাই। সঙ্গে ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের দুই প্রবন্ধক সতীশ চন্দ্র কৌলি ও অনুপ কুমার রাভা। ভাষন প্রসঙ্গে গোহাই এই স্থায়ী মঞ্চের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করে সাহিত্য সভার কাজকর্মের ভূয়শী প্রশংসা করেন । কৌলি ও রাভা সহ অনুষ্ঠানে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের দুই উচ্চ পদস্থ আধিকারিক মনিষ বনশাল ও অতীশ পান্ডেও ভাষন দেন।
অনুষ্ঠানে উদ্দেশ্য ব্যাখ্যা করে দেওয়া ভাষণে অসম সাহিত্য সভার শিলচর শাখার সভাপতি ড যোগেশ্বর বর্মন এই মঞ্চ নির্মানে অর্থ বরাদ্দ করার জন্য তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অসম সাহিত্য সভার শিলচর শাখার পক্ষ থেকে উপসভাপতি চন্দন শুক্ল বৈদ্য সাধারণ সম্পাদক ভূপেন লহকর সহ প্রকাশ চৌধুরী, প্রদীপ হাজারিকা হরিশ নাথ , নমিতা ভরালী নিভা শইকিয়া, সুশীলা শুক্ল বৈদ্য ,রেখা বরুয়া, পারভীন সুলতানা ও রুনি বালা দেবী প্রমুখ অংশ নেন।