EducationBarak Valley

আকবরপুর এমইতে গুণোৎসবের পরীক্ষা নিলেন জেলা আয়ুক্ত

উন্নতির শিখরে পৌঁছতে পড়ুয়াদের টিপস দিলেন ‘শিক্ষক’ মৃদুল যাদব

করিমগঞ্জ : একদিনের জন্য শিক্ষকের ভূমিকা পালন করলেন জেলার হর্তাকর্তা জেলাশাসক মৃদুল যাদব৷ নতুন বছরের প্রথম গুণোৎসবের শিক্ষকতা করেছেন তিনি৷ পড়া জিজ্ঞেস করেছেন পড়ুয়াদের৷ খতিয়ে দেখেছেন তাদের হাতের লেখাও৷ বৃহস্পতিবার গুণোৎসব উপলক্ষে আকবরপুর এমই স্কুলে এক্সটার্নাল ইভালুয়েটরের ভূমিকায় ছিলেন তিনি৷

করিমগঞ্জে একযোগে সব ক’টি সরকারি বিদ্যালয়ে শুরু হয়েছে গুণোৎসব৷ বৃহস্পতিবার এক্সটার্নাল ইভালুয়েটরের দায়িত্ব পালন করেছেন জেলাশাসক মৃদুল যাদব৷ এদিন সকাল ৯:৪৫ নাগাদ আকবরপুর এমই স্কুলে হাজির হন তিনি৷ এরপরই ছাত্রদের কাছে শিক্ষক হিসাবে ধরা দেন তিনি৷ জেলার আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব তাঁর ওপর থাকলেও এ দিন শিক্ষকরূপে পুরোপুরি সাবলীল ছিলেন তিনি৷ বাংলা, ইংরেজি পাঠ্যপুস্তক থেকে পড়া জিজ্ঞেস করেছেন তিনি৷ এমনকি হাতের লেখাও পরখ করে দেখেছেন৷ জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে জন্য পড়ুয়াদের নানা টিপসও দিয়েছেন দাপুটে সরকারি আধিকারিক৷ তাঁর সঙ্গে সহকারী এক্সটার্নাল ইভালুয়েটর হিসাবে ছিলেন শিলচর গুরুচরণ কলেজের অধ্যাপক ড. প্রদীপ্ত দেব৷ এদিন স্কুলের বারান্দায় বসে পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনও করেন তিনি৷ এমনকি এই বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মৃদুল যাদব৷

Show More

Related Articles

Back to top button