Barak Valley

আগামী তিন মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করতে নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্য সরকার থেকে জারি করা এক অধিসূচনা অনুসারে চলতি বছরের ১ আগস্ট থেকে আগামী তিন মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলকভাবে ডিজিটাইজ করতে হবে। এতে জানানো হয়েছে যে এখন থেকে সব ম্যানুয়াল পেপার বেইজ্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করা বাধ্যতামূলক তাই ১ আগস্ট থেকে আগামী তিন মাসের মধ্যে যানবাহনের মালিকদের ও ড্রাইভিং লাইসেন্সধারীদের ম্যানুয়াল পেপার বেইজ্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও লাইসেন্স ডিজিটাইজ করতে হবে, অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।

এর পরিপ্রেক্ষিতে জনগণ তাদের বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে www.parivahan.gov.in অথবা নিকটবর্তী যেকোন কমন সার্ভিস সেন্টার থেকে আধারের ভিত্তিতে সত্যতা যাচাই করে তাদের ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি এই ৩ মাসের মধ্যে আপলোড করে আবেদন করতে হবে। এতে করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার, যানবাহনের মালিকদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ধারীদের তাদের ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করার জন্য ওই ওয়েবসাইট যোগে অনলাইনের মাধ্যমে ৩ মাসের মধ্যে দরখাস্ত আপলোড করতে আহ্বান জানিয়েছেন।

Show More

Related Articles

Back to top button