Barak Valley
আগামী শনিবার করিমগঞ্জে বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ সরবরাহ

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের রেডক্রস হাসপাতালের সামনে এবং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা দেওয়ালের পাশে বিপদজনকভাবে বিদ্যমান একটি ফরিস গাছ আগামী শনিবার বন বিভাগের পক্ষ থেকে কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে করিমগঞ্জ সদর রেঞ্জ ফরেস্ট অফিসার জানিয়েছেন, এই গাছের পাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইন রয়েছে। যার জন্য গাছটি কাটা হবে। গাছ কাটার সময় করিমগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তিনি আরও জানান, আগামী শনিবার সকাল ৭-টা থেকে বিকাল ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে ওই গাছ নিরাপদে কাটার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওই গাছ কাটার প্রক্রিয়া চলাকালীন যাতে কোনও ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই সড়ক দিয়ে জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে রেঞ্জ ফরেস্ট অফিসার আহ্বান জানিয়েছেন।