Barak Valley

আছারকে গ্রেফতারের দাবিতে ASP-র সঙ্গে সাক্ষাৎ BJP নেতৃত্বের

করিমগঞ্জ : ভাঙ্গা এইচ এস-এ ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার পর থেকেই অভিযুক্ত অধ্যক্ষ আছার উদ্দিন পালাতক৷ তাকে গ্রেফতারের দাবিতে বুধবার করিমগঞ্জ জেলা বনধ ডেকেও শেষমেশ প্রত্যাহার করা হয়৷ যদিও ঘটনা নিয়ে ক্ষোভের পারদ চড়ছে, কারণ স্কুল চত্বরে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ভাঙ্গা এইচ এস-র অধ্যক্ষ আছার উদ্দিনকে খুঁজে বের করতে ব্যর্থ পুলিশ৷

এমতাবস্থায় বুধবার বিকেলে সদর DSP গীতার্থ দেবশর্মার সঙ্গে দেখা করেন জেলা BJP-র নেতারা৷ আছার উদ্দিনের গ্রেফতার নিয়ে সরব হন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও প্রদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য৷

DSP-র সঙ্গে সাক্ষাতের পর সুব্রত ও বিশ্বরূপ বলেন, ঘটনার এক সপ্তাহ হয়ে যাচ্ছে, অথচ অভিযুক্ত এখনও অধরা৷ এনিয়ে ক্ষোভ বাড়ছে৷ তাই অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন তারা৷ তবে আগামী দু’দিনের মধ্য পলাতক অভিযুক্তকে পাকড়াও করা হবে বলে পুলিশ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তারা৷

বলেন, ঘটনার পর শিক্ষামন্ত্রীর কাছে যাবতীয় বিষয় তুললে তাৎক্ষণিকভাবে আছার উদ্দিনকে সাসপেন্ড করা হয়৷

উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস, জেলা বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ দাস ও নির্মল বণিক, উন্নয়ন নিগমের দেবব্রত সাহা প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button