Barak Valley

আছিমগঞ্জের নানকারে ডাকাতি কান্ড, একজনকে পাকড়াও করে আদালতে তুলল পুলিশ

পাথারকান্দি : গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে পাথারকান্দি থানাধীন আছিমগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন নানকার গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পাথারকান্দি পুলিশ আরও সাবল্য পেল৷ পুলিশ ঘটনায় আরেক অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ অভিযুক্ত যুবকের নাম জাকির হুসেন (৩২)৷ বাবার নাম আব্দুল হাসিব৷ বাড়ি রাতাবাড়ির ছাগিখাড়রি গ্রামে৷ তাকে আদালতে তুলে রিমান্ডের দাবি জানিয়েছে পাথারকান্দি পুলিশ৷

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা নাগাদ আছিমগঞ্জ বাইপাস সংলগ্ন নানকার গ্রামের ব্যবসায়ী তথা SF Trading-র স্বত্বাধিকারী সুফিয়ান আহমেদের বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল লোহার গ্রিল ভেঙে ঢোকে৷ হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেয়ে সুফিয়ান আহমেদ বাতি জ্বালিয়ে দেখতে পান ঘরের মধ্যে ঢুকেছে৷ বিষয়টি বুঝার আগেই তাঁর ওপর গুরুতরভাবে আক্রমণ চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাকাতের দল৷ অবশেষে তদন্তে নেমে দফায় দফায় অভিযান চালিয়ে এতে জড়িত সন্দেহে মোট ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ৷ তবে এদের মধ্যে দুজনকে প্রাথমিক তদন্তের পর ছেড়ে দেওয়া হলেও একজনকে আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পাথারকান্দি পুলিশ৷

এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসূমাতারি জানান, জাকিরকে মঙ্গলবার রাতে এক গোপণ জায়গা থেকে পাকড়াও করা হয়েছে৷ ডাকাতির ঘটনায় তার যোগসাজশের সম্ভাবনা থাকায় বুধবার তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷

ধারণা করা হচ্ছে, পুলিশের রিমান্ড গ্রহণ করবে আদালত৷ পরবর্তীতে জাকিরকে থানায় আটকে রেখে টানা জেরা করলে নানকারে ডাকাতির কান্ডের জট খুলতে পারে৷ বর্তমানে সুফিয়ান ও তার স্ত্রী গুয়াহাটিতে চিকিৎসাধীন৷ ওই ডাকাতির ঘটনায় এলাকার জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে৷ এতে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান এলাকার জনতা৷

Show More

Related Articles

Back to top button