Barak Valley
আছিমগঞ্জে ছেলের হাতে বাবা খুন!
আছিমগঞ্জ : পাথারকান্দির আছিমগঞ্জে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ৷ অভিযোগ, আছিমগঞ্জের ওষুধ ব্যবসায়ী আলম আলমাস উদ্দিনকে পারিবারিক কলহের জেরে প্রথমে বেধড়ক প্রহার করে বিষাক্ত দব্য পান করিয়ে নাকি হত্যা করা হয়৷ এ ঘটনায় মৃতের প্রথম পুত্র জড়িত বলে অভিযোগ৷ পরে ২য় স্ত্রীর পক্ষে মৃতের ১ম স্ত্রী পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পাথারকান্দি থানায়৷
জানা গেছে, গত করোনাকালে আলমাসের প্রথম স্ত্রী মারা যান৷ তারপর তিনি বদরপুর থেকে ২য় বিয়ে করেন৷ গত কিছুদিন ধরে তাঁর স্ত্রীও বিশেষ কারণে বাবার বাড়িতে ছিলেন৷ তারই মধ্যে এদিন বিকেলে ঘটনাটি সংঘটিত হয়৷ ঘটনার পর অভিযুক্ত পুত্র গা ঢাকা দিয়েছে৷ শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের পৌঁছে দেয় পাথারকান্দি পুলিশ৷
ছবি : SomoyLipi