আজাদসাগর রোডে পৌরসভার রাস্তার উদ্বোধন মিশন রঞ্জনের
ঝঞ্ঝাট দূর ঠেলে সফল কাজ আজাদসাগর রোডের গলিপথে
করিমগঞ্জ : বহু প্রচেষ্টার পর শেষ হল করিমগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আজাদসাগর থেকে শ্যামল চক্রবর্তীর বাড়ির সামনা পর্যন্ত অংশের রাস্তার কাজ৷ শনিবার রাস্তাটি সবার চলাফেরার জন্য খুলে দেওয়া হয়৷ এদিন রাস্তা উদ্বোধন করেন ASTC chairman মিশন রঞ্জন দাস৷
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শহর মণ্ডল বিজেপির সভাপতি কিশোর দে, ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত সহ আরও অনেকে৷
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় ASTC chairman বলেন, এই রাস্তাটির উদ্বোধন করতে পেরে তিনি খুশি৷ তাঁর হাত ধরেই হয়েছিল শিলান্যাস৷ শনিবার রাস্তার উদ্বোধন করে তিনি পৌরসভার কাজকর্মের ঢালাও প্রশংসা করেন৷ বলেন, বর্তমানে ভাল রাস্তা তৈরী হয়েছে৷ বর্ষার সময় এই গলির মানুষের দুর্গতি আর হবে না৷ তবে ড্রেনের ওপর বসানো প্লেটগুলো যাতে মজবুত অবস্থায় থাকে, সেই ব্যবস্থা করতে তিনি ঠিকাদারকে পরামর্শ দেন৷ সভায় শহর মণ্ডল সভাপতি কিশোর দে বলেন, এখন সর্বত্র চলছে উন্নয়ন৷ প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজটি করে দিতে পেরে খুশি ব্যক্ত করেন ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত৷ রাস্তার কাজ হওয়ায় খুশি ব্যক্ত করেন শহর মণ্ডলের সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী৷