Barak Valley
আজ অযোধ্যার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন নৃসিংহনন্দজি মহারাজ
করিমগঞ্জ : অযোধ্যার শ্রীরাম মন্দির ও শ্রীশ্রী রামলালার প্রাণপ্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে করিমগঞ্জের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বুধবার ২৫ নং ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে বিকেলে৷ শিলচর রোডের মা করুণাময়ী কালীমন্দির থেকে এই শোভাযাত্রার সূচনা হবে৷ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন পৌর কমিশনার নির্মল বণিক৷
অন্যদিকে, করিমগঞ্জ ইসকন মন্দিরে সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কার্যসূচির মধ্যে ছিল — যজ্ঞ, কীর্তন, গীতাদান ইত্যাদি৷ রাম মন্দিরের উদ্বোধন কার্যসূচিতে যোগ দিতে বুধবার করিমগঞ্জ থেকে রওয়ানা হবেন মন্দিরের সন্ত নৃসিংহনন্দজি মহারাজ৷