Barak Valley

আজ ঈদুজ্জোহা : শান্তিপূর্ণ পালনের জন্য হাইলাকান্দি প্রশাসনের কড়া ব্যবস্থা

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮জুন : হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ঈদুজ্জোহা উৎসব পালনের জন্য প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। জেলার কোন স্থানে অনাকাঙ্ক্ষিত কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা অথবা পুলিশে খবর দিতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রকাশ্য স্থানে পশু কুরবানির কাজ না করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। কোরবানীর উৎসব পালনে যাতে প্রতিবেশী কোন সম্প্রদায়ের মনে আঘাত না লাগে সে ব্যাপারটি নিশ্চিত করতে উৎসবের শামিল সবার প্রতি সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদুজ্জোহার নামাজের জামায়াতের স্থানে যানজট নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবক মোতায়েনের জন্য ঈদগা ও মসজিদ কমিটির প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন থেকে কোরবানীর বর্জ্য মাটির গভীরে পুতে রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পশু কোরবানীর দৃশ্য যাতে কোন অবস্থায় সামাজিক মাধ্যমে শেয়ার না করা হয় সে বিষয়ের প্রতি সবাইকে সতর্ক থাকতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সংবেদনশীল কোন জিনিস বা কোন গুজব কানে আসলে সঙ্গে সঙ্গে তা নিকটবর্তী থানায় জানানো হলে পুলিশ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই উদ্দেশ্যে জেলা জুড়ে পুলিশের টহলদারি অব্যাহত থাকবে উৎসবের দিন বৃহস্পতিবার।

Show More

Related Articles

Back to top button