
অসম : একাধিক তারিখ ঘোষণার পর নতুন করে আবার উচ্চমাধ্যামিক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করল হল। আগামীকাল বৃহস্পতিবার ঘোষিত হচ্ছে ফলাফল। এদিন সকাল নয়টার সময় বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। বুধবার সন্ধ্যায় সোশাল মিডিয়া সাইটে এ খবর জানিয়ে অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগু উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল সাতটার সময় ফলাফল সংক্রান্ত বিবৃতি জারি করা হবে। আর, সকাল নয়টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখে নেওয়ার সুযোগ থাকবে। প্রসঙ্গত, এবারের হায়ার সেকেন্ডারি পরীক্ষা গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয়। গত বছর অবশ্য আরও দেরি করে ফলাফল ঘোষণা করা হয়েছিল। গত বছর সায়েন্সে ৮৫, কর্মাসে ৮০ এবং আর্টসে পাশের শতকরা হার ছিল ৭০ শতাংশের আশেপাশে। ফলাফল দেখার জন্য কিছু ওয়েবসাইট হল এরকম ahsec.assam.gov.in, resultsassam.nic.in,