আজ করিমগঞ্জের সব উন্নয়ন খন্ডে পিএম কিষান বিশেষ গ্রামসভা
করিমগঞ্জ : ২৩ ডিসেম্বর শনিবার ‘কিষান দিবস’ উপলক্ষে করিমগঞ্জ জেলার সব কয়টি উন্নয়ন খন্ডে পিএম কিষান বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে৷ করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ১১টা থেকে বদরপুর, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, রামকৃষ্ণনগর, দুল্লভছড়া, লোয়াইরপোয়া ও পাথারকান্দি উন্নয়ন খন্ডে জেলার সব কটি গ্রাম পঞ্চায়েতের সুবিধা প্রাপকদের জন্য পিএম কিষান বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে৷
এতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ) যোজনার তালিকাভুক্ত যোগ্য কৃষকদের পিএম কিষাণ যোজনার ১৬ নং কিস্তির অর্থ পাওয়ার সুবিধার্থে এই গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে৷ সভায় আসার সময় কৃষকদের তাঁদের নিজের আধার কার্ড, পূর্বে পিএম কিষাণ যোজনার অধীনে লাভ করা ব্যাঙ্ক পাসবুক, আধার সংলগ্ন মোবাইল ফোন ও কৃষিভূমির নথিপত্র সঙ্গে নিয়ে আসতে হবে৷ জেলার উন্নয়ন খণ্ডগুলিতে অনুষ্ঠিত এই বিশেষ গ্রামসভায় যোগদান করতে করিমগঞ্জ জেলা কৃষি আধিকারিক যোগ্য কৃষকদের অনুরোধ জানিয়েছেন৷