আজ করিমগঞ্জে অজন্তা নেওগ
করিমগঞ্জ : দলীয় কাজে মঙ্গলবার ঝটিকা সফরে করিমগঞ্জে আসছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ৷ এদিন বেলা ২:৩০ মিনিটে তিনি জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে উপস্থিত হবেন৷ তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রদেশ বিজেপির অন্যতম সহ-সভানেত্রী বিজুলি কলিতা মেধি৷ মূলত দলীয় কার্যকর্তাদের সঙ্গে এক জরুরি পর্যালোচনা বৈঠকে শামিল হতেই মন্ত্রী অজন্তা নেওগ করিমগঞ্জে আসছেন বলে জানা গেছে৷ এদিন তিনি জেলা বিজেপির কোর কমিটি সহ সকল মণ্ডল সভাপতি, সকল মোর্চার সভাপতি ও সম্পাদক এবং অফিস বেয়ারারদের সঙ্গে আলোচনা করবেন৷ আসন্ন লোকসভা নির্বাচনই যে এই বৈঠকের মূল উদ্দেশ্য তা একপ্রকার জোর দিয়েই বলা যাচ্ছে৷ বৈঠক সেরে এদিন বিকালেই মন্ত্রী অজন্তা নেওগ ও প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী বিজুলি কলিতা মেধি দিসপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ খবরটি জানিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র নিশিকান্ত ভট্টাচার্য৷