আজ করিমগঞ্জে পিএম কিষাণ নিধির অধীনে প্রায় ২০ হাজার সুবিধাভোগীকে কিস্তি প্রদান
জনসংযোগ, করিমগঞ্জ : বৃহস্পতিবার সমগ্র দেশে পিএম কিষাণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৪ নম্বর কিস্তি দেশের ৮ কোটিরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা হবে। প্রধানমন্ত্রী সকাল ১১-টায় রাজস্থানের সিকার থেকে সুবিধাভোগীদের জন্য কেন্দ্রীয়ভাবে ১৪ নম্বর কিস্তি বিতরণ করবেন।
এ উপলক্ষ্যে জেলা কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলায় ‘পিএম কিষাণ সম্মেলন’-এর আয়োজন করা হয়েছে।
করিমগঞ্জ শহরের নিকটবর্তী আকবরপুরে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে (কেভিকে) জেলার সুবিধাভোগীদের জন্য কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান রাজস্থানের সুবিধাভোগীদের সাথে করিমগঞ্জেও সরাসরি উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ জেলার প্রায় ২০ হাজার কৃষকও বৃহস্পতিবার তাদের অ্যাকাউন্টে ১৪ নম্বর কিস্তির টাকা পাবেন। তাই জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ১৪ নম্বর কিস্তির টাকা পাওয়ার যোগ্য জেলার সুবিধাপ্রাপকদের কেভিকে আকবরপুরে অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।