আজ করিমগঞ্জে শহিদ দিবস, দু’মিনিট নীরবতা
করিমগঞ্জ : এবারও আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার করিমগঞ্জে শহিদ দিবস পালন করা হবে৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর সেনানিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ওইদিন সকাল ১১টায় ২ মিনিট নীরবতা পালন করা হবে৷
ওইদিন সকাল ১১টায় ২ মিনিটের জন্য সবধরনের কাজকর্ম ও যানবাহন চলাচল বন্ধ রেখে নীরবতা পালন করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে৷
এ উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ১০টা ৫৯ মিনিটে ১ মিনিটের জন্য সাইরেন বাজিয়ে এই নীরবতা পালনের সূচনা করা হবে৷ ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত নীরবতা পালন চলবে৷ তারপর আবার ১ মিনিট সাইরেন বাজিয়ে এই নীরবতা পালন ভঙ্গ হবে৷
এতে সব সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদি ২ মিনিটের জন্য বন্ধ রেখে বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া ওইদিন স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় সংহতির উপর বক্তব্য আয়োজন করতেও আয়োজন করতেও অনুরোধ জানানো হয়েছে৷