EducationBarak Valley
আজ করিমগঞ্জে সংবর্ধিত হচ্ছেন ২৮ জন কৃতি শিক্ষক
করিমগঞ্জ : বৃহস্পতিবার ৬০তম শিক্ষক দিবসে করিমগঞ্জের ২৮ জন কৃতি শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হবে৷ জেলাস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে৷ এদিন সকাল ১১টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে৷ শিক্ষক দিবস উদযাপন সমিতির সভাপতি তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আহুত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ সাংবাদিক সতু রায়৷ রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস, লোকসভার সাংসদ কৃপানাথ মালা সহ অন্যান্যরা বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করবেন৷ শিক্ষক দিবস উদযাপন সমিতির সম্পাদক তথা স্কুল সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস এক বিবৃতিতে এ খবর জানিয়ে সবার উপস্থিতি কামনা করেছেন৷