আজ থেকে করিমগঞ্জে EVM-এ ভোটদান সচেতনতা
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ৪টি বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি ও রামকৃষ্ণনগরের ভোটারদের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে EVM machine-এ vote দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে অভিযান চালানো হচ্ছে৷ নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার থেকে জেলার প্রতিটি নির্বাচন কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্র এলাকায় চলমান প্রদর্শনী ভ্যানের মাধ্যমে এই সজাগতা অভিযান চালানো হচ্ছে৷
করিমগঞ্জের জেলা নির্বাচন আধিকারিক এক আদেশে জানিয়েছেন ১০ জানুয়ারি বুধবার থেকে উত্তর করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোটকেন্দ্র ১-৩০১, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোটকেন্দ্র ১-৩১২, পাথারকান্দি বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোটকেন্দ্র ১-১৯৮ এবং রামকৃষ্ণনগর (তফশিলি) বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোটকেন্দ্র ১-২৪৭ নং এলাকায় নিয়মিত চলমান প্রদর্শনী ভ্যানের মাধ্যমে ভোটারদের জন্য EVM machine-এ vote দান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা অভিযান চালানো হবে৷ এই অভিযান ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে৷
পাশাপাশি, করিমগঞ্জ জেলা সদরের জেলা গ্রামোন্নয়ন বিভাগের কার্যালয়ে এ উদ্দেশ্যে ১টি প্রদর্শনী কেন্দ্র বুধবার থেকে চালু করা হয়েছে৷ এতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র এলাকার ভোটারদের চলমান এই প্রদর্শনীর মাধ্যমে EVM machine-এ vote দান সম্পর্কে ভালোভাবে অবগত হতে জেলা নির্বাচন আধিকারিক আহ্বান জানিয়েছেন৷