Barak Valley
আজ থেকে রাধারমণ গোস্বামীর ১০৯তম আবির্ভাব উৎসব বারইগ্রামে
নিলামবাজার : বারইগ্রাম রাধারমণ আশ্রমে প্রভুপাদের ১০৯তম আবির্ভাব তিথি উৎসব পালিত হবে৷ সোমবার অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা হবে৷ মঙ্গলবার পূর্ণিমা৷ মূল অনুষ্ঠানে রয়েছে মঙ্গলারতি, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, শ্রী শ্রী প্রভুপাদের স্নানপর্ব, কীর্তন সহ প্রভুর মন্দিরে আগমন৷ শ্রী শ্রী গুরু গীতা, গুরু মহিমা পাঠ ও সঙ্গে থাকবে গীতা যজ্ঞ, পূজার্চনা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ৷
সন্ধ্যায় থাকবে বরিষ্ঠ শিষ্য স্মারক সম্মান ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান৷ বুধবার ভোর থেকে প্রভুর মন্দিরে মঙ্গলারতি ও নন্দোৎসব পালিত হবে৷ পরে কীর্তন সহ শ্রীশ্রী প্রভুর প্রতিকৃতি সহ নগর পরিক্রমা শেষে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে৷ ৩ দিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সকল সনাতনী ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন আশ্রম কর্তৃপক্ষ৷