BARAK VALLEY
আজ বোয়ালিপারে গরুর চিকিৎসা শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ জুন : হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে গরুর চামড়ায় বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার বোয়ালিপারে এক ভেটেনারি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বোয়ালিপারের ভেটেনারি এআই সেন্টারে শুক্রবার সকাল থেকে এই বিশেষ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে ভেটেনারি বিভাগের ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।