Barak Valley

আজ ‘মণিপুর ফাইলস’র উন্মোচন

শিলচর : ১ অক্টোবর রবিবার বিশিষ্ট সাংবাদিক প্রণবানন্দ দাশের লেখা বই ‘মণিপুর ফাইলস’ প্রকাশিত হচ্ছে৷ এদিন সন্ধ্যা ৫টায় শহরের কল্পতরু হোটেলে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করবেন কলকাতার প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ বই প্রকাশ অনুষ্ঠানে হাল আমলের সাংবাদিকতা এবং ‘মণিপুর ফাইলস’ বইটি নিয়ে সুমন চট্টোপাধ্যায় ও লেখক প্রণবানন্দ দাশের সঙ্গে আলাপচারিতার সঞ্চালনা করবেন অধ্যাপক জয়দীপ বিশ্বাস৷ উল্লেখ্য, বইয়ের লেখক মণিপুর জাতিদাঙ্গার এমন কয়েকটি নৃশংস ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন যা হিংসার ভয়াবহতাকে দুনিয়ার সামনে তুলে ধরবে৷ চন্ডীগড়ের হোয়াইট ফ্যালকন পাবিলিশিং সংস্থা বইটি প্রকাশক৷ এই বইটি সবকটি ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে৷

Show More

Related Articles

Back to top button