Barak Valley

আজ মালেগড়ে সিপাহী বিদ্রোহের শহিদদের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠান

করিমগঞ্জ : সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত লাতুর ঐতিহাসিক মালেগড় টিলার শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ১৮ ডিসেম্বর শনিবার৷ করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নং ব্যাটেলিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্স, বরাকবঙ্গ, বঙ্গ সাহিত্য এবং বিভিন্ন সরকারি বিভাগ সংগঠনের সহযোগিতায় হাতে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি৷ তাদের সহযোগিতায় সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদদের স্মরণ করা হবে ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, BSF-র ১৬ নং সেকেন্ড-ইন-কমান্ড অরুণ কুমার সহ অনেকে৷

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ, সিপাহী বিদ্রোহের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে শহিদ বেদীতে ১৬৫টি প্রদীপ প্রজ্বলন, BSF-র গার্ড অফ অনার, সর্বধর্ম প্রার্থনা সভা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বক্তার আলোচনা সভা৷ শহিদদের স্মৃতিতে উদ্বোধনী ভাষণ দেবেন জেলাশাসক মৃদুল যাদব৷ রয়েছে BSF-র বিভিন্ন অস্ত্র শস্ত্রের প্রদর্শনীও৷ অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পাটকাই ট্রেকার্স৷

Show More

Related Articles

Back to top button