আজ শনবিল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল
রামকৃষ্ণনগর : শনবিল উৎসবে যোগ দিতে শনিবার সকালে উপস্থিত হতে চলেছেন রাজ্যপাল গুলাব চান্দ কাটারিয়া৷ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উৎসবের সূচনা করবেন তিনি৷ বেলা ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান৷ দুপুর ২:৩০টে নাগাদ ফিরে যাবেন তিনি৷
উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিভাগের মন্ত্রীদেরও৷ সম্ভবত তাঁরা ২৬ ফেব্রুয়ারির সমাপণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ ৩ দিনের উৎসব নিয়ে এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হচ্ছে৷ কিন্তু গত দু’দিনের সামান্য বৃষ্টিতে উৎসব প্রাঙ্গণ কিছুটা ক্ষতি হয়েছে৷ তবে শুক্রবার সারাদিন বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে৷ শনিবার আবহাওয়া ভালো থাকবে বলে আশি করছেন উদ্যোক্তা সহ সাধারণ জনগণ৷
শুক্রবার গোটা দিন উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তাঁরা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন৷ প্রসঙ্গত, উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, শনবিলকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরা৷ আর সে ব্যাপারে কোন ক্রটি রাখতে চাইছেন না আয়োজকরা৷