Barak Valley
আটক শুকনো গাঁজা, গ্রেপ্তার ২
করিমগঞ্জ : আবারো রাজ্য থেকে পাচারকালে আসাম পুলিশের হাতে গাড়ি সহ আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা। একই সাথে আটক করা হয়েছে গাড়ির চালক ও সহচালককে। বুধবার সকালে অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে আগরতলা থেকে গোয়াহাটি গামী AS-01QC-8165 নাম্বারের কন্টেইনার গাড়ি পৌঁছানোর পর আসাম পুলিশ গাড়িটিকে আটক করে।
পরে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৪৫ প্যাকেটে ২৭৫ কেজি শুকনো গাঁজা। যার কালোবাজারি মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে জানা যায়। আসাম পুলিশ গাড়ির চালক দীপকুমার হাজং ও সহচালক রাজিব কলিতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আসামের বাজারিছড়া থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করবে আসাম পুলিশ।